ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বিএনপি :তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এখনও বিএনপি ষড়যন্ত্রের পথেই আছে। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) পাবনার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।


পরীক্ষিত নেতাকর্মীরা দলের নেতৃত্বে এলে শেখ হাসিনার হাত আরও শক্তিশালী হবে এমন মন্তব্য করে নেতাকর্মীদের 'বাংলাদেশ আওয়ামী লীগ একটি সৃষ্টিশীল সংগঠনের নাম' স্মরণ করিয়ে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, 'এই সংগঠনের নেতৃত্বে স্বাধীনতা এসেছে। বঙ্গবন্ধু প্রাণ বাজী রেখে সংগ্রাম করে স্বাধীনতা এনেছেন। বঙ্গবন্ধু শুধু স্বাধীনতাই চাননি, চেয়েছিলেন উন্নত দেশ গড়তে। কিন্তু পঁচাত্তরের ১৫ আগস্ট তাকে হত্যা করায় সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করতে পারেন নাই । আজ বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দিবানিশি কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।'


তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার মতো আমাদের দেশ হতো। আমরা আগামী কয়েক বছরের মধ্যেই শেখ হাসিনার নেতৃত্বে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার পর্যায়ে পৌঁছে যাব ইনশাল্লাহ।


স্থানীয় ওয়াজি উদ্দিন খান পৌর মুক্ত মঞ্চে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. খলিলুর রহমান সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য দেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম, সংসদ সদস্য মো. শামসুল হক টুকু, পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, সংসদ সদস্য নদিরা ইয়াসমিন জলি প্রমূখ

ads

Our Facebook Page